খুঁজুন
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ, ১৪৩২

আইটিপল্লী নিউজ-১ ডেমো নিউজ টু

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
আইটিপল্লী নিউজ-১ ডেমো নিউজ  টু

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

গণঅধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন ফাতিমা তাসনিম

টিএনজে প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
   
গণঅধিকার পরিষদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন ফাতিমা তাসনিম

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। ইতোমধ্যে তিনি ভিপি নূরের গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি নিজেই পদত্যাগের নিশ্চিত করেছেন। তবে আগেই পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজের ফেসবুকে পোস্ট করেন। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান।

পদত্যাগপত্রে ফাতিমা তাসনিম লেখেছেন, আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ‘৫২-এর ভাষা আন্দোলন. ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

প্রসঙ্গত, রফিকুল আমীন ডেসটিনি গ্রুপ ছাড়াও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগার থেকে মুক্তি পান তিনি।

সামাজিক সংগঠন “আকজ” এর আয়োজনে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
   
সামাজিক সংগঠন “আকজ” এর আয়োজনে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত

গত ১১ এপ্রিল ২০২৫ইং, শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে ইসরায়েলের দখলদার বাহিনীর নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সমর্থনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও আলোচিত চিত্রনায়ক জনাব রাসেল মিয়া।

এ সময় সামাজিক সংগঠন আকজের প্রধান সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির।

প্রধান অতিথির বক্তব্যে চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের ভূমিকার তীব্র নিন্দা জানান। আকজ এর এই মানবিক আয়োজনের প্রশংসা করে রাসেল মিয়া বলেন, পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্র এক হলে ফিলিস্তিনের উপর ইজরাইলি বর্বরতার উচিত জবাব দেওয়া সম্ভব, তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির বলেন, ফিলিস্তিনে যে মানবিক সংকট তৈরী হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলের হানাদার বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, শিশুদের হত্যা করছে যার কারন বিশ্ব বিবেক আজ লাইভ সাপোর্টে।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরা বলেন, জাতিসংঘের মহাসচিব এই হামলা থামাতে না পারলে পদত্যাগ করুক। এসময় সারা পৃথিবীর মুসলমানদের এক হয়ে ইসরাইলি গণহত্যার নিন্দা জানান তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা বাদল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সন্মানিত মহাসচিব জনাব মোক্তার হোসেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব গাজী আক্তার, জনাব আরিফুল ইসলাম আরিফ, পলাশ , আলমগীর চৌধুরী, রাইট টক বাংলাদেশের সভাপতি আল আমিন এম তাওহীদ সহ অন্যান্যরা।

 

টিএনজে/এএইচ

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শীর্ষ সন্ত্রাসী ও বহিস্কৃত ছাত্রদল নেতা পাভেল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১:০২ পূর্বাহ্ণ
   
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শীর্ষ সন্ত্রাসী ও বহিস্কৃত ছাত্রদল নেতা পাভেল

গ্রেফতারি পরোয়ানা নিয়েও প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে উল্লাপাড়ার শীর্ষ সন্ত্রাসী, ড্রাগ ডিলার, ইভটিজার, ভূমিদস্যু, ইয়াবা আসক্ত, কিশোর গ্যাং লিডার সাইফ পাভেল।

পাভেলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও উল্লাপাড়া থানায় মামলা থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছে না পুলিশ। বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক রাহিদ রনি। একই সাথে, মা-বাবার নিরাপত্তা নিয়েও নিজের দুশ্চিন্তার কথাও জানান এক সময় ডিবিসি, নাগরিক, সময় টেলিভিশনে সাংবাদিকতা করা রাহিদ রনি।

রাহিদ রনি বলেন, গত বছরের ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ডাকাতি করে পাভেল। ১৩ ডিসেম্বর মধ্য রাতে মায়ের নামে কেনা জমি দখল ও মাটি বিক্রি করে দেয়া সন্ত্রাসী পাভেল। ৫ এপ্রিল আইন নিজের হাতে তুলে মব জাস্টিস করে কিশোর গ্যাং সর্দার পাভেল। এছাড়াও নিয়মিত চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দিতো পাভেল।

মামলা রেকর্ড হলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এ নিয়ে দুশ্চিন্তায় পুরো পরিবার। বৃদ্ধ মা ও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইফ পাভেলকে গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিক রাহিদ রনি। স্কুল শিক্ষক বাবা ও গৃহিণী মা একাধিক অসুস্থায় ভুগছে বলেও জানান রাহিদ রনি।

এদিকে, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে মো: পাভেল মিয়া ওরফে সাইফ পাভেলকে।

 

টিএনজে/এএইচ