খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণ তারুণ্য ফাউন্ডেশনের

জামাল সিকদার, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণ তারুণ্য ফাউন্ডেশনের

দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে “সবাই দেখবে কক্সবাজার” শীর্ষক ২ রাত ৩ দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমন আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।

গত ২৫ শে জানুয়ারি শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বাসযোগে ২ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিম শিশুদের কক্সবাজার ভ্রমনের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। এসময় কক্সবাজারে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আল্পুত হয়ে যায়।

ভ্রমনের ২য় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অগ্রগামী গ্রুপ ও কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনু।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর সাথে যেকোন কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

আয়োজকদের পক্ষে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্ট এর মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী ৫/১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন।

উদ্ভোধনী বক্তব্যে মোঃ গোলাম ফারুক মজনু বলেন, সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান আগে আর কোন আয়োজন হয়েছে বলে আমার জানা নেই। আজ দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিৎ এমন কাজে সংশ্লিষ্ট হওয়া। এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ। সমুদ্রের বিশালতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মানে অগ্রাণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম, বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ ,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

টিএনজে/এএইচ

 

 

ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
   
ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস

ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন এটি সেই যোগাযোগের একটি প্রতিলিপি। খবর ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্টের। 

ওই নথিতে দাবি করা হয়েছে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মুহাম্মদ দেইফের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ ছিল। এতে আরও দাবি করা হয়েছে, এই দুই নেতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের কুদস ফোর্স কমান্ডারের কাছে ৫০০ মিলিয়ন ডলার দাবি করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে বা এর থেকেও কিছু সময় আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাসের নেতারা। তবে এরইমধ্যে হামাসের এসব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার কাতজ বলেছেন, ইরান হলো শয়তানের প্রধান এবং সকল প্রকার অস্বীকার সত্ত্বেও, আজকাল তারা গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া এবং সামেরিয়া পর্যন্ত সকল ক্ষেত্রেই সন্ত্রাসবাদকে অর্থায়ন এবং প্রচার করে। এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইসরায়েলকে ধ্বংস করা।

তিনি আরও বলেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে- তার জন্য ইসরায়েল সবকিছু করবে এবং তার প্রক্সিদের ওপর হামলা অব্যাহত থাকবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলের ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত এক হাজার ২০০ জন। সেইসঙ্গে দুই শতাধিক ব্যক্তিকে হামাস জিম্মি করে।

সেইদিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে লক্ষাধিক।

 

 

 

সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নিলেন ছাত্রদল নেতা পাভেল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
   
সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নিলেন ছাত্রদল নেতা পাভেল
মধ্য রাতে সিনেমা কায়দায় জমি থেকে ৬ ফুট গর্ত করে বালু উধাও! পরদিন সকালে জানাজানি হলে বেরিয়ে আসে সত্য। ৫ আগস্টের পর হঠাৎ করে উত্থান হয় এক শক্তির, তারই মহড়া ছিলো এটি।

ঘটনা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চরঘাটিনা গ্রামে। জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাইফ পাভেল ও তার ছোট ভাই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের গুপ্তচর পারভেজের নেতৃত্বে জমি দখল ও ৩ লাখ টাকার বালু বিক্রি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রাহিদ রনি জানান, ‘পাভেল ও পারভেজের অত্যাচারে অতিষ্ঠ সবাই। শুধুমাত্র বিএনপি ট্যাগ নিজেদের সাথে যুক্ত করে সব অন্যায় ও অপরাধ করছে। অথচ প্রশাসন নির্বিকার। অভিযোগ দিলেও নেই নাই কোন ব্যবস্থা।

চরঘাটিনা গ্রামের শিক্ষক আইয়ুব আলী। দুই যুগের বেশি সময় শিক্ষকতা করছেন। তার তিন সন্তানের বড় ছেলে ঢাকায় এক যুগেরও বেশি সাংবাদিকতা পেশায় যুক্ত। ছোট দুই ভাই গ্রামেই থাকে।

শুধু কি জমি দখল! ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ডাকাতি করেছে এই পাভেল ও পারভেজ। দুই সন্ত্রাসী সহোদরের অপরাধের তালিকা অনেক লম্বা। চাঁদাবাজি, ডাকাতি, মাদক বেচাকেনার সাথেও জড়িত সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পাভেল।

পাভেল স্বীকৃতি পাওয়া ইয়াবা আসক্ত, মদ্যপানে অভ্যস্ত। একটি ঘটনা বেশ আলোচিত এলাকায়। চায়না পড়ালেখা করার সময় মাদকে আসক্ত হয়ে পড়ে পাভেল। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও  কঠোর আইনের কারণে পাভেলকে চীন থেকে বের করে দেয়া হয়। কিছুদিন চীনের কারাগারেও ছিলো মাদকাসক্ত পাভেল।

নিজে মাদকাসক্ত হয়ে চরঘাটিনার মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে সন্ত্রাসী পাভেল। যাকে তাকে ধরে আইন হাতে তুলে নিচ্ছে। এই দায়িত্ব তাকে কে দিয়েছে?

উল্লেখ্য, সন্ত্রাসী পাভেলের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, সিরাজগঞ্জ জেলা কমিটি অবগত। কোন ব্যবস্থা-ই নেয় নাই। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের সাথে পাভেলের সখ্যতার কিছু ছবি দেখা যায়।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে বহিষ্কার করা হবে। প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হতে হবে।

সন্ত্রাসী পাভেল ও পারভেজের বাবা এলাকায় লুচ্চা মতিন নামে পরিচিত। একাধিকবার ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় লুচ্চা মতিনকে জুতা পেটা করা হয়। শিশু নিপীড়নের সাথেও জড়িত লুচ্চা মতিন। পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে, বেশভূষা পরিবর্তন করে, হজ্ব করে এসে লুচ্চামি বাড়িয়ে দিয়েছে লুচ্চা মতিন।

নারী নিপীড়ক, শিশু নির্যাতক লুচ্চা মতিনের বিচারের দাবিতে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে।

সাংবাদিক রাহিদ রনি বলেন, ‘প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিলেও প্রশাসন ও বিএনপি কোন ব্যবস্থা নিচ্ছে না। বারবার বলা হলেও এড়িয়ে যাচ্ছে। তাহলে কার কাছে বিচার পাবো?

তিনি আরও জানান, ‘কাজের সুবাদে তিনি ঢাকা থাকলেও স্ত্রী ও সন্তান থাকে উল্লাপাড়া থানার চরঘাটিনা গ্রামে। বাচ্চা অপহরণের হুমকিও দিয়েছে সন্ত্রাসী পাভেল ও পারভেজ। দেশে আজ কারো নিরাপত্তা নাই।

অভিযোগের বিষয়ে জানতে বারবার কল দিলেও ফোনে পাওয়া যায় নাই পাভেলকে।

 

টিএনজে/এএইচ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময়

টিএনজে প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৫:১১ অপরাহ্ণ
   
প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতারা। দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান।

সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রাহবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ।

প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং দেশের অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা ও আলাপচারিতায় অনুষ্ঠান উপভোগ করেন নেতারা।

মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিরাপদে সারা দেশে সভাসমাবেশ করার সুযোগ পেলে এবং পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন হলে ইনসানিয়াত বিপ্লব ৩শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র মুক্ত একক ধর্মের নামে অধর্ম উগ্রতামুক্ত সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সব মানুষকে এগিয়ে আসতে হবে।

দলটি জানিয়েছে, ইনসানিয়াত বিপ্লব ২০২৩ সালে নিবন্ধন পেলেও আওয়ামী সরকারের অধীনে রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটি। সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টে রিট মামলা করায় দলটির চেয়ারম্যানকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত। জনস্বার্থ সম্বলিত নানান ইস্যুতে সমস্যা সংকট থেকে সমাধানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে।

 

টিএনজে/এএইচ