
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজি মসুর ডালের দাম বাজারদরের তুলনায় ১৭ টাকা ৯ পয়সা কম পড়বে। এমনকি দাপ্তরিক দরের থেকেও কম দামে এই মসুর ডাল পাওয়া যাচ্ছে।
আগামী বুধবার (১৫ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই মসুর ডাল কেনার প্রস্তাব দেবে বাণিজ্য মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি অনুমোদন দিলে কারওয়ান বাজারের শবনাম ভেজিটেবল অয়েল থেকে এই মসুর ডাল কেনা হবে। পবিত্র রমজান উপলক্ষে আগামী মার্চ মাসে কেনা হবে এই ডাল।