
গ্রেফতারি পরোয়ানা নিয়েও প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে উল্লাপাড়ার শীর্ষ সন্ত্রাসী, ড্রাগ ডিলার, ইভটিজার, ভূমিদস্যু, ইয়াবা আসক্ত, কিশোর গ্যাং লিডার সাইফ পাভেল।
পাভেলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও উল্লাপাড়া থানায় মামলা থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছে না পুলিশ। বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক রাহিদ রনি। একই সাথে, মা-বাবার নিরাপত্তা নিয়েও নিজের দুশ্চিন্তার কথাও জানান এক সময় ডিবিসি, নাগরিক, সময় টেলিভিশনে সাংবাদিকতা করা রাহিদ রনি।
রাহিদ রনি বলেন, গত বছরের ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ডাকাতি করে পাভেল। ১৩ ডিসেম্বর মধ্য রাতে মায়ের নামে কেনা জমি দখল ও মাটি বিক্রি করে দেয়া সন্ত্রাসী পাভেল। ৫ এপ্রিল আইন নিজের হাতে তুলে মব জাস্টিস করে কিশোর গ্যাং সর্দার পাভেল। এছাড়াও নিয়মিত চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দিতো পাভেল।
মামলা রেকর্ড হলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এ নিয়ে দুশ্চিন্তায় পুরো পরিবার। বৃদ্ধ মা ও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইফ পাভেলকে গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিক রাহিদ রনি। স্কুল শিক্ষক বাবা ও গৃহিণী মা একাধিক অসুস্থায় ভুগছে বলেও জানান রাহিদ রনি।
এদিকে, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে মো: পাভেল মিয়া ওরফে সাইফ পাভেলকে।
টিএনজে/এএইচ